ইতালির বারি শহরে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ সমাজকল্যাণ সমিতির আয়োজনে ঈদ পুনর্মিলনী ও ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ফুটবলের দেশ হিসেবে পরিচিত ইতালিকে ক্রিকেট খেলা দিয়ে পরিচয় করে দিতে সংগঠনটি ত্রি-দেশীয় ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে।
Advertisement
এছাড়া একই পার্কে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মো. ইরফানুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বারি পৌরসভার ভাইস চেয়ারম্যান বিতু লেসসিজি। সমাজকল্যাণ সমিতির সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অনুজ বড়ুয়ার পরিচালনায় বক্তব্য রাখেন সাবিনা দে রাজ্জা, জুসেপ্পে বক্কুজ্জি, ডা. মারিয়া রোসারি, দিস্তি, মিরাজ আমির, আমা লিসি সুজরুনেস, অজতুরাক এলিফসহ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন বারি আওয়ামী লীগের সভাপতি দুলাল হাওলাদার, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সিয়াম উদ্দিন সিরাজ, বারি সমাজকল্যাণ সমিতির সাবেক সহ-সভাপতি ইসমাইল হোসেন, সমিতির নেতাদের মধ্যে খলিলুর খন্দকার, জসিম উদ্দিন জোবায়ের, আফতাব উদ্দিন, সালেহ আহমেদ, ফজলুল করিম শহীদ, কাজী মাসুদ রানা প্রমুখ।
সমিতির পক্ষ থেকে বারি কমুনের মেয়র আন্তেনেও দেকারো, বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মো. ইরফানুল হক, বারি সমাজকল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুস সালাম মজুমদার, সাবেক সভাপতি এস এম কারীম, রুহুল আমিন, সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন মিন্টুকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এছাড়া ভাবিদের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও পিঠা উৎসবে বিভিন্ন কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া শিশুদের ক্রীড়া, মহিলাদের বালিশ খেলা ও কবিতা আবৃত্তি ছিল।
Advertisement
এমআরএম/এমএস