ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে পৃথক দুটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে তিনটি সোনার বার ও ২৫ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় তিনজনকে গ্রেফতার করা হয়।
Advertisement
৪ জুলাই ভোরে সীতাকুণ্ডের ভাটিয়ারি ও দারোগাহাট এলাকায় দুটি পৃথক অভিযান চালানো হয়। সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান জাগো নিউজকে জানান, সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকায় একটি প্রাইভেট কারে তল্লাশি চালানো হয়। সেখান থেকে রায়হান (২০) নামে এক যুবককে তিনটি সোনার বারসহ গ্রেফতার করা হয়।
প্রায় ১৫ লাখ টাকা মূল্যের তিনটি সোনার বারের মোট ওজন ৩০০ গ্রাম। চট্টগ্রাম থেকে সোনার বারগুলো নিয়ে লক্ষ্মীপুরে যাচ্ছিলেন বলে রায়হান পুলিশকে জানান।
অন্যদিকে বুধবার ভোরে ছোট দারোগাহাট এলাকায় আরেকটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ২৫ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এ সময় দু'জনকে গ্রেফতার করা হয়। তারা কুমিল্লা থেকে গাঁজা সংগ্রহ করে চট্টগ্রামে নিয়ে যাচ্ছিল বলে পুলিশ জানিয়েছে।
Advertisement
সোনার বার ও গাঁজা উদ্ধারের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে বলেও জানান ওসি ইফতেখার হাসান।
এমআরএম/জেআইএম