খেলাধুলা

বেলজিয়ামের বিপক্ষে নিষিদ্ধ ব্রাজিলের ক্যাসেমিরো

চলতি বিশ্বকাপে ব্রাজিলের রক্ষণভাগের দুর্দান্ত পারফরম্যান্সের পেছনে বড় অবদান রয়েছে ডিফেন্সিভ মিডফিল্ডার ক্যাসেমিরোর। অভিজ্ঞ ডিফেন্ডার দানি আলভেজের অনুপস্থিতিতে রক্ষণের বড় একটা দায়িত্ব ছিল তার কাঁধে। দ্বিতীয় রাউন্ড পর্যন্ত চার ম্যাচে বেশ ভালোভাবেই তা সামলেছেন ক্যাসেমিরো। কিন্তু সফল এই মিডফিল্ডারকে নিজেদের শেষ আটের ম্যাচে মাঠে পাবে না ব্রাজিল। কারণ ব্রাজিলের গোলবার সামলাতে গিয়ে চার ম্যাচে বেশ কয়েকবার ফাউলও করতে হয়েছে ক্যাসেমিরোকে। যার মধ্যে দুইটা আবার অবৈধ ঠেকেছে ম্যাচের রেফারীর চোখে।

Advertisement

যার ফলে গ্রুপ পর্বের ম্যাচে ১টি ও দ্বিতীয় রাউন্ডে মেক্সিকোর বিপক্ষে ম্যাচে ১টি হলুদ কার্ড দেখেন ক্যাসেমিরো। ফিফার বিশ্বকাপ নিয়ম অনুযায়ী কোন খেলোয়াড় কোয়ার্টার ফাইনালের আগে ২টি হলুদ কার্ড অথবা ১টি লাল কার্ড দেখলে, নিষিদ্ধ হবেন পরের ম্যাচে।

এই নিয়মের মারপ্যাঁচেই বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচে নিষিদ্ধ হয়েছেন ক্যাসেমিরো। তার বদলে শেষ আটের ম্যাচে ব্রাজিলের ডিফেন্সিভ মিডের দায়িত্ব সামলাবেন ফার্নান্দিনহো। আগামী শুক্রবার বাংলাদেশ সময় রাত বারোটায় সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নামবে ব্রাজিল।

এসএএস/এমএস

Advertisement