দই, মিষ্টি ও শন পাপড়ির প্যাকেটে পিঁপড়া থাকায় বনানীর ভাগ্যকুল মিষ্টান্ন ভাণ্ডারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
Advertisement
রোববার রাজধানীর বনানীতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযান তদারকি করেন অধিদফতরের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক শাহীন আরা মমতাজ। অভিযান পরিচালনা করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রজবী নাহার রজনী।
শাহীন আরা মমতাজ বলেন, বনানীর ভাগ্যকুল মিষ্টান্ন ভাণ্ডারে গিয়ে দেখা যায় তাদের তৈরি দই ও মিষ্টিতে পিঁপড়া। শন পাপড়ির প্যাকেটের ভিতরেও পিঁপড়া ভরা। দইয়ের পাতিলের ভাগ্যকুলের কোনো সিল, তারিখ এবং দাম লেখা ছিল না। এমনকি মিঠাই বা শন পাপড়ি কোথায় থেকে বানিয়ে প্যাকেটে ভরে রেখে দিয়েছে। তার গায়ে কোনো উৎপাদন তারিখ বা দাম লেখা নেই। যা আইন অনুযায়ী দণ্ডনীয়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ ধারা অনুযায়ী, ভাগ্যকুল মিষ্টান্ন ভাণ্ডারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসআই/জেএইচ
Advertisement