ব্যাংক হলিডে উপলক্ষে আগামী রোববার (১ জুলাই) ব্যাংকে সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। এ জন্য বন্ধ থাকবে শেয়ারবাজারের লেনদেনও। তবে বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
Advertisement
সংশ্লিষ্টরা জানায়, ৩০ জুন ব্যাংকগুলো ষাণ্মাসিক আর্থিক হিসাব শেষ করে। এদিন বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্র করে অর্ধ বার্ষিক ব্যালান্স-শিট প্রস্তুত করা হয়। দীর্ঘ সময় ধরে হিসাব বিবরণী প্রস্তুত করতে গিয়ে ক্লান্ত ব্যাংকারদের বিশ্রাম দিতে পরদিন ১ জুলাই ব্যাংক হলিডে পালন করা হয়।
ওইদিন বাংলাদেশ ব্যাংক বা অন্যান্য ব্যাংক গ্রাহকদের সঙ্গে কোনো ধরনের লেনদেন বা দাফতরিক কার্যক্রম করা হয় না।
একইভাবে ৩১ ডিসেম্বরও ব্যাংক হলিডে হিসেবে পালন করা হয়ে থাকে। ওইদিন ব্যাংকগুলো পঞ্জিকা বছরের হিসাব শেষ করে বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করা হয়। যে কারণে দিনটিকে ‘ব্যাংক হলিডে’ হিসেবে ধরা হয়।
Advertisement
এসআই/আরএস/পিআর