গত সপ্তাহজুড়ে শেয়ারবাজারে বিনিয়োগের ক্ষেত্রে পছন্দের শীর্ষে ছিল বিডি অটোকার। ফলে সপ্তাহজুড়ে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির শেয়ার মূল্যে বড় ধরণের উত্থান ঘটেছে।
Advertisement
অপরদিকে ক্রেতাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে আসায় এক শ্রেণির বিনিয়োগকারী কোম্পানিটির শেয়ার বিক্রি করতে রাজি হননি। ফলে সপ্তাহজুড়ে বিডি অটোকারের মোট ১৭ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ৪ কোটি ২৯ লাখ টাকার শেয়ার।
এদিকে বিনিয়োগকারীদের আগ্রহের কেন্দ্র বিন্দুতে চলে আসায় গত সপ্তাহে বিডি অটোকারের শেয়ারের মূল্য বেড়েছে। বিগত সপ্তাহে প্রতিষ্ঠানটির শেয়ারের মূল্য বেড়েছে ৭৭ টাকা ৫০ পয়সা বা ৪২ দশমিক ৯৬ শতাংশ।
সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ২৫৭ টাকা ৯০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ১৮০ টাকা ৪০ পয়সা।
Advertisement
বিডি অটোকারের পর গত সপ্তাহে বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় শীর্ষে ছিল মুন্নু সিরামিক। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৪০ দশমিক ৩৫ শতাংশ। এর পরেই রয়েছে অ্যাটলাস বাংলাদেশ। সপ্তাহজুড়ে এই কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ২৬ দশমিক ১৭ শতাংশ।
এছাড়া গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা লিবরা ইনফিউশনের ২৫ দশমিক ৪৭ শতাংশ, মুন্নু জুট স্টাফলারের ২১ দশমিক ৪৪ শতাংশ, বাংলাদেশ ল্যাম্পের ১৮ দশমিক ৭৫ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১৭ দশমিক ৫৪ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ১৬ দশমিক ৫৫ শতাংশ, জাহিন টেক্স ইন্ডাস্ট্রিজের ১৬ দশমিক ২৬ শতাংশ এবং ওসমানিয়া গ্লাসের ১৬ দশমিক ১৬ শতাংশ দাম বেড়েছে।
এমএএস/এমএমজেড/পিআর
Advertisement