সুইজারল্যান্ডের বিপক্ষে আগে গোল করেও শেষপর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল ব্রাজিলকে। সেই ম্যাচে বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়ে সন্দেহপোষণ করেও ভিডিও এসিসট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তা পায়নি ব্রাজিল। তাই বাধ্য হয়েই ম্যাচ শেষে ভিএআর বিষয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক আপিল করেছিল ব্রাজিল।
Advertisement
তবে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের আপিলে ইতিবাচক সাড়া দেয়নি আন্তর্জাতিক ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা। ভিএআর ব্যবহারের রেফারিদের অপরাগতা উল্লেখ করে ব্রাজিলের আপিল নাকচ করে দিয়েছে ফিফা।
এছাড়াও ব্রাজিল ফুটবল ফেডারেশনের দেয়া ম্যাচ চলাকালীন রেফারিদের সিদ্ধান্তের ভিডিও ও অডিও রেকর্ড করার পরামর্শও নেয়নি ফিফা। বিপরীতে ফিফা জানিয়েছে ভিএআর বিষয়ে রেফারিদের গতিবিধি কিংবা কথাবার্তা রেকর্ড করার কোন নিয়ম বিশ্বকাপ শুরুর আগে জানানো হয়নি।
প্রথম ম্যাচে ড্র করে ১ পয়েন্ট পাওয়া ব্রাজিল নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে শুক্রবার। সেন্ট পিটাসবার্গ স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ প্রথম ম্যাচে জয় পাওয়া কোস্টারিকা।
Advertisement
এসএএস/এমএস