খেলাধুলা

নাইজেরিয়ার কাছে আর্জেন্টিনার চেয়েও কঠিন আইসল্যান্ড!

রাশিয়ায় ৩২ বছরের শিরোপা খরা ঘুচানোর মিশনটা ভালোভাবে শুরু করতে পারেনি আর্জেন্টিনা ফুটবল দল। তুলনামূলক দুর্বল আইসল্যান্ডের সাথে ১-১ গোলে ড্র করেছে তারা। ‘ডি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ক্রোয়েশিয়া এবং নাইজেরিয়া।

Advertisement

প্রথম ম্যাচে আর্জেন্টিনার অমন পারফরম্যান্সের পর লিওনেল মেসিদের চেয়ে আইসল্যান্ডকেই কঠিন প্রতিপক্ষ মানছেন নাইজেরিয়ান স্ট্রাইকার ভিক্টর মোসেস। বৃহস্পতিবার আইসল্যান্ডের বিপক্ষে খেলবে নাইজেরিয়া। প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে হারায়, আইসল্যান্ডের বিপক্ষে জয়ের বিকল্প নেই আফ্রিকান ঈগলদের সামনে।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মোসেস বলেন, ‘নিশ্চিতভাবেই আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচটা সহজ হতে যাচ্ছে না। ট্যাক্টিক্যালি তারা খুব ভাল দল। আর্জেন্টিনার বিপক্ষেও খুব ভাল খেলেছে তারা। আমার মতে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের চেয়েও কঠিন হতে যাচ্ছে আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচটি।’

২১ জুন বৃহস্পতিবার আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর ২৬ জুন মঙ্গলবার আর্জেন্টিনার বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচটি খেলবে নাইজেরিয়া।

Advertisement

এসএএস/পিআর