খেলাধুলা

উটের ভবিষ্যদ্বাণীতে সুইসদের বিপক্ষে জিতবে ব্রাজিল

বিশ্বকাপ আসলেই ভবিষ্যদ্বাণী দিতে মুখোড় হয়ে ওঠে অনেক প্রাণীরা। ২০১০ সালে অক্টোপাস পলকে এখনো সবাই মনে রেখেছে তার ক্ষুরধার ভবিষ্যদ্বাণীর জন্য। স্পেনকে বিশ্বকাপ জয়ী বলেছিল সে এবং হয়েও ছিল তাই। ২০১৪ বিশ্বকাপে শাহীন নামের এক উট ভবিষ্যদ্বাণী দিলেও তা কার্যকরী ছিল না।

Advertisement

রাশিয়া বিশ্বকাপে দেখে গিয়েছে অ্যাকিলিস নামক এক রুশ বিড়ালকে। কিন্তু আলোচনায় আবারো সেই শাহীন উট। এবার ব্রাজিল-সুইজারল্যান্ড ম্যাচে ব্রাজিলকে জয়ী ঘোষণা করলো উটটি।

মধ্যপ্রাচ্যে থাকা এই উট দিনে একটি ম্যাচের ভবিষ্যদ্বাণী করে থাকে। আগের দিন আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা জিতবে বলে ভবিষ্যদ্বাণী দিয়েছিল। কিন্তু ম্যাচে জিতেনি কেউ।

উটের সামনে দুটি কাঠিতে করে দুই দেশের পতাকা রাখা হয়। তারপর উটটি একটি পতাকাকে বেছে নেয়। এর মাধ্যমেই নির্ধারিত হয়ে থাকে ম্যাচটি আসলে কোন দেশ জিতবে।

Advertisement

আরআর/এমএস