স্পার্টাক স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে তখন তিল ধারণের ঠাঁই নেই। সবার রুদ্ধশ্বাস অপেক্ষা। এই বুঝি মেসিকে নিয়ে কোচ হোর্হে সাম্পাওলি সংবাদ সম্মেলনে আসবেন। কিন্তু মহূর্তেই সবার স্বপ্নভঙ্গ। সংবাদ সম্মেলন কক্ষে কোচের সঙ্গে ঢুকলেন ডিফেন্ডার নিকোলাস তালিয়াফিকো।
Advertisement
মেসি আসবেন, আসলেন না। এটা আর্জেন্টিনার সংবাদ সম্মেলনে নতুন কিছু নয়। সাত বছর আগে ম্যারাডোনার দেশ যখন বাংলাদেশে গিয়েছিল তখনই সবার স্বপ্নভঙ্গ হয়েছিল। সংবাদ সম্মেলনে মেসি আসেননি। এমনকি কোচ সাবেলার সঙ্গে কোনো খেলোয়াড়ই ছিলেন না সেদিন ঢাকার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে।
ব্রাজিল বিশ্বকাপের ফাইনালের আগেও মেসি আসবেন, মেসি আসবেন, শোনা গেলেও শেষ পর্যন্ত তিনি আসেননি। শুক্রবার স্পার্টাক স্টেডিয়ামের সংবাদ সম্মেলনে মেসি কেন আসেননি- কোচ সাম্পাওলিকে এমন প্রশ্ন শুনতে হলো বাংলাদেশের এক সাংবাদিকের কাছ থেকে।
মেসির কোচ অবশ্য এ প্রশ্নের উত্তর দিয়েছেন সংক্ষেপে ‘সংবাদ সম্মেলনে কে থাকবেন তা নির্ধারণ করে টিম ম্যানেজমেন্ট। আর আগে সে কেন ছিল না তা বলতে পারবো না। কারণ, তখন আমি ছিলাম না।’
Advertisement
আরআই/জেডএ