খেলাধুলা

উরুগুয়ের বিপক্ষে খেলবেন সালাহ

বিশ্বকাপের ঠিক ২০ দিন আগে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলার সময় ইনজুরিতে পড়েন মিসরের ফুটবলার মোহামেদ সালাহ। কাঁধের চোটে পরে প্রথম দিকে তার বিশ্বকাপ খেলা নিয়েই অনিশ্চয়তা দেখা দিয়েছিল। অবশেষে মিসরের কোচ হেক্টর কুপার নিশ্চিত করলেন উরুগুয়ের বিপক্ষেই মাঠে ফিরবেন সালাহ।

Advertisement

বিশ্বকাপে গ্রুপ ‘এ’তে শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে মাঠে নামার আগে কোচ কুপার বলেন, ‘আমি আপনাদের শতভাগ নিশ্চিত করতে পারি যে সালাহ উরুগুয়ের বিপক্ষে খেলবে। আমরা তাকে আত্মবিশ্বাস জোগাতে চেষ্টা করে যাচ্ছি। ডাক্তার আমাদের দুটি অপশন দিয়েছে, সে খেলবে অথবা খেলবে না। আমরা জানি, সালাহ সাহসী। সে এগুলো নিয়ে ভীত নয়। আমরা সবসময়ে জানি আমাদের ঝুঁকির মধ্যে খেলতে হয়। এটাকে লুকানোর কিছু নেই।’

সদ্য শেষ হওয়া মৌসুমে ক্লাব ফুটবলে লিভারপুলের হয়ে ৪৪ গোল করেছেন সালাহ। কুপার বলেন, ‘কিন্তু যদি সে চায় খেলবে না, পুরোপুরি সুস্থ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চায়, তাহলেও কোন সমস্যা নেই আমাদের।’

আরআর/পিআর

Advertisement