প্রায় এক বছর ধরে চোটের কারণে প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে। দীর্ঘ বিরতির পর ইংলিশ কাউন্টিতে হ্যাম্পশায়ারের হয়ে খেলতে নেমেছিলেন ডেল স্টেইন। প্রত্যাবর্তনটা একেবারেই সুখকর হলো না প্রোটিয়া পেসারের।
Advertisement
সাউদাম্পটনে রয়েল লন্ডন ওয়ানডে কাপে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিল স্টেইনের দল হ্যাম্পশায়ার। ৯ উইকেট হারিয়ে ৩৫৬ রানের বড় পুঁজিই গড়েছিল তারা। কিন্তু বোলারদের ব্যর্থতায় এই পুঁজি নিয়েও জিততে পারেনি হ্যাম্পশায়ার। শেষ বলের রোমাঞ্চকর লড়াইয়ে ৩ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে সমারসেট।
গত জানুয়ারিতে ভারতের বিপক্ষে কেপটাউন টেস্ট খেলতে গিয়ে গোড়ালিতে চোট পান স্টেইন। দীর্ঘ বিরতির পর হ্যাম্পশায়ার-সমারসেট ম্যাচটি দিয়েই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন এই পেসার। ম্যাচে ১০ ওভার বল করে ৮০ রান দিয়েছেন তিনি, দলের পক্ষে যা ছিল সবচেয়ে খরুচে বোলিং।
একটি উইকেট অবশ্য পেয়েছেন স্টেইন, তবে সেটা লোয়ার অর্ডার ব্যাটসম্যানের। সবমিলিয়ে প্রত্যাবর্তনটা একেবারে ভুলে যাওয়ার মতোই হলো প্রোটিয়া পেসারের। তারপরও ভালো খবর হলো, পুরো ১০ ওভার তিনি বল করতে পেরেছেন, কোনো রকম অস্বস্তি ছাড়াই।
Advertisement
এমএমআর/জেআইএম