খেলাধুলা

পর্তুগালের ক্যাম্পে যোগ দিলেন রোনালদো

ক্লাবের হয়ে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল থাকায় এতোদিন ছিলেন ছুটিতে। অবশেষে সোমবার লিসবনে জাতীয় দল পর্তুগালের ক্যাম্পে যোগ দিলেন বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো।

Advertisement

চ্যাম্পিয়নস লিগের ফাইনালের পরই রোনালদো রিয়াল মাদ্রিদ ছাড়ার ইঙ্গিত দেন। আর সেটা নিয়েই উত্তাল ছিলো পুরো মিডিয়া। তবে এ ব্যাপারে রোনালদোর জাতীয় দলে মনোযোগের কোন ঘাটতি ঘটবে না বলে মনে করেন তার জাতীয় দলের সতীর্থ জোয়াও মৌতিনহো।

মৌতিনহো বলেন, ‘না, এটা তার (রোনালদো) খেলায় প্রভাব ফেলবে, না অন্য কোন খেলোয়াড়ের খেলায় প্রভাব ফেলবে। জাতীয় দলের হয়ে কি করতে হবে, সে ব্যাপারেই আমরা মনোযোগী।’

এছাড়াও রোনালদোর অনুশীলন ক্যাম্পে যোগ দেয়া নিয়ে এ মোনাকো মিডফিল্ডার বলেন, ‘আমাদের এখন একটি পরিপূর্ণ দল রয়েছে। সে তাতে অন্য এক মাত্রা যোগ করেছে। আমাদের সাথে পৃথিবীর সেরা খেলোয়াড় রয়েছে এবং আমাদের তার কাছ থেকে শিখতে হবে।’

Advertisement

বৃহস্পতিবারে ঘরের মাঠে আলজেরিয়াকে এক প্রস্তুতি ম্যাচে আতিথ্য দেবে পর্তুগাল। আর সেখানেই রোনালদোর জাতীয় দলের জার্সি গায়ে আবার নামার কথা রয়েছে।

ডিকেটি/এমএমআর/জেআইএম