ফিচার

যেভাবে করবেন ড্রাগ লাইসেন্স

ওষুধের দোকান বা ফার্মেসি করতে লাইসেন্সের প্রয়োজন হয়। কারণ বৈধভাবে ওষুধের ব্যবসা করতে ড্রাগ লাইসেন্স খুবই জরুরি। আসুন জেনে নেই ড্রাগ লাইসেন্স করার নিয়ম-কানুন সম্পর্কে-

Advertisement

কোথায় পাবেনদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে থাকা ওষুধ প্রশাসনের কাছ থেকে ড্রাগ লাইসেন্স নিতে হয়।

যা প্রয়োজন১. নির্ধারিত ফরমের মাধ্যমে আবেদন করতে হয়।২. ব্যাংক স্বচ্ছলতার সনদপত্র।৩. লাইসেন্স ফি জমা দেওয়ার ট্রেজারি চালান।৪. দোকান ভাড়ার রসিদ বা চুক্তিপত্রের সত্যায়িত ফটোকপি। ৫. নিজস্ব দোকান হলে দলিলের ফটোকপি।৬. ফার্মাসিস্টের অঙ্গীকারপত্র।৭. পৌর এলাকার ক্ষেত্রে ট্রেড লাইসেন্সের কপি।

> আরও পড়ুন- ই-পাসপোর্ট চালু হচ্ছে জুলাই মাসে

Advertisement

কোর্সফার্মাসিস্টের সনদের জন্য ফার্মেসি কাউন্সিল থেকে ছয় মাস মেয়াদি একটি কোর্স করতে হবে।

ফিলাইসেন্স ফি ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হয়। পৌর এলাকার জন্য ফি ৩ হাজার টাকা এবং পৌর এলাকার বাইরে ১ হাজার ৫০০ টাকা। দুই বছর পর পর লাইসেন্স নবায়ন করতে হয়। পৌর এলাকার জন্য নবায়ন ফি ২ হাজার টাকা। পৌর এলাকার বাইরে ১ হাজার টাকা।

কখন পাবেনপ্রতি তিন মাস পর পর ওষুধ প্রশাসনের সভায় তথ্যগুলো যাচাই-বাছাই সাপেক্ষে নতুন লাইসেন্স দেওয়া হয়। লাইসেন্স নবায়নের জন্য পাঁচ থেকে সাত কর্ম দিবস অপেক্ষা করতে হয়।

> আরও পড়ুন- বেশিক্ষণ ভিজলে চামড়া কুঁচকে যায় কেন?

Advertisement

যোগাযোগ এ বিষয়ে যোগাযোগ করতে পারেন ওষুধ প্রশাসন, ১০৫-১০৬, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ ঠিকানায়। টেলিফোন করতে পারেন ৮৮০-২-৯৫৫৬১২৬, ৯৫৫৩৪৫৬ নম্বরে। ই-মেইল করতে পারেন drugs@citech.net ঠিকানায়।

এসইউ/এমএস