ধর্ম

আল্লাহর ভয় ও আনুগত্য লাভে যে দোয়া পড়বেন

আনুগত্য প্রদর্শনের সেরা মাস রমজান। এ মাসে আল্লাহর সেরা আনুগত্যে মানুষ অন্য মাসের হালাল কাজেও আল্লাহর হুকুম পালনে বিরত থাকে।

Advertisement

যে খাবার রাতের বেলায় খাওয়া বৈধ; সে একই খাবার দিনের বেলায় খাওয়া থেকে বিরত থাকে। আর এ নির্দেশ পালনের কারণেই আল্লাহ তাআলা মানুষকে দান করেন তাঁর একান্ত দিদার।

রমজানের রহমত বরকত মাগফেরাত নাজাত লাভে মুমিন বান্দার উচিত আল্লাহ তাআলার একান্ত আনুগত্যশীল বান্দা হিসেবে নিজেকে তৈরি করে নেয়া। আল্লাহর নৈকট্য ও একান্ত আনুগত্য লাভে তুলে ধরা হলো একটি ছোট্ট আবেদন-

اَللَّهُمَّ ارْزُقْنِى فِيْهِ طَاعَةَ الْخَاشِعِيْنَوَاشْرَحْ فِيْهِ صَدْرِى بِاِنَابَةِ الْمُخْبِتِيْنَبِاَمَانِكَ يَا اَمَانَ الْخَائِفِيْنَ

Advertisement

উচ্চারণ : আল্লাহুম্মার ঝুক্বনি ফিহি ত্বাআ’তাল খাশিইন; ওয়াশরাহ ফিহি সাদরি বিইনাবাতিল মুখবিতিন; বি-আমানিকা ইয়া আমানাল খাইফিন;

আরও পড়ুন : যে কাজে রোজা মাকরূহ হয়ে যায়

অর্থ : হে আল্লাহ! এদিনে আমাকে তোমার বিনয়ী বান্দাদের মতো আনুগত্য করার তাওফিক দাও। তোমার আশ্রয় ও হেফাজতের ওসিলায় আমার অন্তরকে প্রশস্ত করে তোমার ভয়ে ভিরু ও বিনয়ী বান্দাদের অন্তরে পরিণত করে দাও। হে আল্লাহ ভিরুদের আশ্রয়দাতা।

পরিশেষে...আল্লাহ তাআলা মাগফিরাতের দশকে মুমিন বান্দাকে বিনয়ী হয়ে আনুগত্য প্রকাশের মাধ্যমে তাঁর ক্ষমা লাভের তাওফিক দান করুন। আমিন।

Advertisement

এমএমএস/পিআর