ফিচার

দেখা মিলল সাদা কাকের!

কাকের সঙ্গে কালো রংটাই যেন মানানসই। কারণ কালো কাকই এখন পর্যন্ত দেখে এসেছে মানুষ। তবে এবার দেখা মিলল ধবধবে সাদা একটি কাকের। কাকটির পা এবং ঠোঁট গোলাপি রঙের। বিরল এই কাকটি ধরা পড়ল পশ্চিম মেদিনীপুরের বেলদার নন্দ মার্কেটে।

Advertisement

> আরও পড়ুন- মাছের মুখে মানুষের দাঁত!

জানা যায়, রামকৃষ্ণ মাইতি নামের এক ব্যবসায়ী দোকানের বাইরে একটি নারিকেল গাছের নিচে সাদা রঙের একটি পাখি দেখতে পান। সম্ভবত নারিকেল গাছের মাথায় থাকা বাসা থেকেই পড়ে গিয়েছে পাখিটি। কিন্তু দেখতে অবিকল কাকের মতো! তবে গায়ের রং ধবধবে সাদা।

> আরও পড়ুন- টাইটানিককে হার মানায় যে জাহাজ!

Advertisement

রামকৃষ্ণ মাইতি পাখিটিকে পানি ও বিস্কুট খেতে দেন। এরপর খবর দেন বন দফতরে। কিছুক্ষণের মধ্যে বন দফতরের একটি দল এসে পাখিটি উদ্ধার করে। বন দফতরের কর্মীরা জানান, এটি সাদা কাক। পাখি বিশেষজ্ঞরা জানান, পাখিটির পালকে পিগমেন্টের অভাবে রং সাদা হয়েছে। ঠিক যেভাবে সাদা বাঘ দেখা যায়।

এসইউ/পিআর