রাজনীতি

বিএনপি অফিসের সামনে ওয়াহিদুল আলমের জানাজা সম্পন্ন

সাবেক হুইপ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সদ্য প্রয়াত ওয়াহিদুল আলমের জানাজা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার) দুপুর ১২টা ২০ মিনিটে এ জানাজা অনুষ্ঠিত হয়।

Advertisement

জানাজাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট জয়নুল আবেদিন, রুহুল কবির রিজভী আহমেদ, খায়রুল কবীর খোকন, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, শামসুজ্জামান সুরুজ প্রমুখ উপস্থিত ছিলেন।জানাজা শেষে মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে দলীয় নেতারা মরহুমের কফিনে বিএনপির পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানান।

জানাজার আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘ওয়াহিদুল আলম বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকেই আমাদের সঙ্গে সম্পৃক্ত। তিনি চট্টগ্রামের একজন জনপ্রিয় জনপ্রতিনিধি ছিলেন। বার বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। হুইপের দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।’

তিনি বলেন, ‘ওয়াহিদুল আলমের ইন্তেকালে আমরা একজন নিবেদিত প্রাণ নেতাকে হারালাম। তার শূণ্য স্থান পূরণ হবার নয়। আমরা তার ইন্তেকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকেও শোক জ্ঞাপন করছি। আল্লাহ যেন মরহুমের পরিবারকে এই শোক সইবার শক্তি দেন সেই দোয়া করছি।’

Advertisement

কেএইচ/এমএমজেড/পিআর