লাইফস্টাইল

ঘরেই করুন ফেসিয়াল স্পা

সবাই চায় তার বয়স না বাড়ুক। কিন্তু সময়কে তো আর থামিয়ে রাখা যায় না। তাই সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলে বয়সও। সময় ধরে রাখা যায় না ঠিকই, কিন্তু চেহারায় জৌলুস ধরে রাখা যায়। আর সেজন্য প্রয়োজন কিছু নিয়মিত পরিচর্যার। এদিকে আবার পার্লারে ফেশিয়াল, স্পা-এর খরচও তো কিছু কম নয়। মুখের সৌন্দর্য বজায় রাখতে বাড়িতেই করে নিতে পারেন ফেশিয়াল স্পা। আজ রইল ফেসিয়াল স্পা ঘরে করার সহজ ও কার্যকরী টিপস।

Advertisement

আরও পড়ুন: রোজায় ত্বক ভালো রাখতে যা করবেন

স্ক্রাবিংয়ের জন্য লেবুর রসের সঙ্গে ব্রাউন সুগার মিশিয়ে পাঁচ মিনিট মুখে স্ক্রাব করুন। তারপর ভালো করে ধুয়ে ফেলুন।

মাস্কের জন্য আধা কাপ কোকো পাউডার, ২ চামচ টক দই, ২ চামচ মধু এবং ৩ চামচ ওটমিল পাউডার দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিন। সেটা মুখে লাগিয়ে রাখুন ১০-১৫ মিনিট। শুকিয়ে গেলে হালকা গরম পানিতে মুখ ভালো করে ধুয়ে ফেলুন।

Advertisement

ময়েশ্চারাইজিং করতে মুখের ত্বকের আর্দ্রতা বজায় রাখার জন্য ছোট এক টুকরো আপেল বেটে তার সঙ্গে মধু মিশিয়ে মুখে লাগাতে পারেন। মিনিট পাঁচেক রেখে ঠান্ডা পানিতে মুখ ধুয়ে ফেলুন।

আরও পড়ুন: রোজায় সতেজ থাকবেন যেভাবে

নিজের মুখের সৌন্দর্য অটুট রাখতে সপ্তাহে একদিন মাত্র ৩০ মিনিট সময় বের করুন। এই পদ্ধতিতে সপ্তাহে মাত্র ৩০ মিনিটেই উপকার পাবেন। খরচও সামান্যই।

এইচএন/পিআর

Advertisement