বিনোদন

পরিচয়হীন এক পথশিশুর গল্পে ‘আমি কে?’

শুভ ছেলেটি সমাজের চোখে অশুভ! কারণ সে পরিচয়হীন পথশিশু। তার এই অশুভ জীবনের জন্য কে দায়ী- সে, নাকি সমাজ। নাকি অন্য কেউ? এই প্রশ্নকে ঘিরে নির্মিত হয়েছে ভিন্ন ধারার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আমি কে?’। বুলবুল মাসউদের চিত্রনাট্য ও পরিচালনায় এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরএস শুভ। চলচ্চিত্রটি সম্প্রতি ইউটিউবে মুক্তি দিয়েছে প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান সিএমভি।

Advertisement

‘আমি কে?’ প্রসঙ্গে নির্মাতা বুলবুল মাসউদ বলেন, ‘এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি দিয়ে মানুষের বিবেককে নাড়া দেওয়ার চেষ্টা করেছি। এটাকে বাস্তবিক চলচ্চিত্রও বলা যায়। যেখানে শুভ নামক ছেলেটি হাজারো জীবনের প্রতিনিধিত্ব করছে।’

প্রসঙ্গত, গতবছর (২০১৭) ভারতের ৩য় আন্তর্জাতিক মডেল অ্যান্ড মুভি আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচিত্র উৎসবে অংশ নিয়ে ‘আমি কে?’ জিতে নেয় একসঙ্গে ২টি পুরষ্কার। যেখানে সেরা অভিনেতার (আন্তর্জাতিক) পুরষ্কার পান আরএস শুভ এবং পরিচালক বুলবুল মাসউদ সেরা পরিচালক (আন্তর্জাতিক) হিসেবে পান গোল্ড মেডেল।

‘আমি কে?’ চলচ্চিত্রের ইউটিউব: 

Advertisement

এমএবি/এমএস