জাতীয়

জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরে ক্ষুব্ধ শেখ হাসিনা

জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তর করায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেইসঙ্গে তিনি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি পূর্ণ সমর্থনও ব্যক্ত করেছেন।

Advertisement

মঙ্গলবার সন্ধ্যায় টেলিফোনে তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদ্রিমের কাছে নিজের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি। সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন তুরস্কের প্রধানমন্ত্রী।

টেলিফোনে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেন, ১৮ মে ফিলিস্তিনের ব্যাপারে ওআইসি একটি বিশেষ সামিট আহ্বান করেছে। এই সম্মেলনে যোগ দেয়ার জন্য শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এটি একটি সময়োচিত পদক্ষেপ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুসলিম উম্মাহকে এক হওয়ার জন্য আহ্বান জানান।

Advertisement

তিনি ইসরায়েলের শক্তি প্রয়োগকে নিন্দা করে বলেছেন, ‘এটা হচ্ছে মানবাধিকার লঙ্ঘন। জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তর করায় তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং তিনি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন।’

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, ‘দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে ১৫ মিনিট কথা হয়েছে।’

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানিয়েছেন।

এইউএ/এসএইচএস/এমএস

Advertisement