ছড়া গান ও ছড়া পাঠের মাধ্যমে মা দিবস উদযাপন করেছে ম্যাক্সপোজার লিমিটেড। জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘আমি ও মা’ শিরোনামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Advertisement
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি ও সংসদ সদস্য কাজী রোজী। বিশেষ অতিথি ছিলেন কবি তারিক সুজাত, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য মেজর ওয়াকার হাসান বীরপ্রতীক।
শিশুসাহিত্যিক খালেদুর রহমান জুয়েলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন ম্যাক্সপোজার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফয়েজ রেজা।
কবি তারিক সুজাত, সৈকত হাবিব, আখতার হুসেন প্রমুখ কবি ও ছড়াকারগণ মাকে নিয়ে কবিতা ও ছড়া পাঠ করেন। আবৃত্তি করেন তামান্না তিথি এবং আবৃত্তি সংগঠন কল্পরেখার শিশুশিল্পীরা। সবশেষে ছিল রবীন্দ্রসংগীতশিল্পী নুসরাত সাথীর পরিবেশনা।
Advertisement
এসইউ/আরআইপি