জাতীয়

শ্যামপুরের জলাবদ্ধতা জাদুঘরে যাবে : বাবলা

শ্যামপুরের জলাবদ্ধতা জাদুঘরে যাবে : বাবলা

রাজধানীর শ্যামপুর- কদমতলিসহ পুরো ডিএনডি (ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা) এলাকার জলাবদ্ধতা আগামী এক বছরের মধ্যে জাদুঘরে চলে যাবে বলে মন্তব্য করেছেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা।

Advertisement

জাতীয় পার্টির এই নেতা বলেন, জলাবদ্ধতা স্থায়ী সমাধানের জন্য সেনাবাহিনী কাজ করছে। আর চলতি বর্ষা মৌসুমে অস্থায়ী সমাধানের জন্য সেনাবাহিনীর পাশাপাশি ঢাকা ওয়াসাও কাজ করছে।

শুক্রবার নিজ নির্বাচনী এলাকার একাধিক স্থানে ঢাকা ওয়াসা ও সেনাবাহিনীর সহযোগিতায় পানির পাম্পের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

এই সময় আরও বক্তব্য দেন লেফটেনেন্ট কর্নেল মুশফিকুর আলম ভূঁইয়া, মেজর মাহতাব, কদমতলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল, সাজের্ন্ট মো. বিল্লাল হোসেন, ঢাকা ওয়াসার উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ রাসেল খন্দকার, হাজী জালাল উদ্দিন, জাতীয় পার্টির নেতা শেখ মাসুক রহমান ও সাংবাদিক সুজন দে।

Advertisement

বাবলা বলেন, আমার নির্বাচনী এলাকাসহ ডিএনডি অঞ্চলের জলাবদ্ধতা স্থায়ী সমাধানের জন্য রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ৫৫৬ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। এই অর্থ দিয়ে চলমান কাজ শেষ হতে আরও এক বছর লাগবে। এই কাজ শেষ হলে আমার নির্বাচনী এলাকার জলবদ্ধতা চিরদিনের জন্য জাদুঘরে চলে যাবে। কিন্তু চলতি বর্ষা মৌসুমে কদমতলি থানার ৫২, ৫৩, ৫৮ ও ৫৯ নং ওয়ার্ডের নাগরিকদের জলাবদ্ধতার কবল থেকে কিছুটা হলেও রক্ষার জন্য ঢাকা ওয়াসা ও সেনাবাহিনীর সহযোগিতায় বিভিন্ন স্থানে পাম্প বসানো হয়েছে। এই পাম্পের মাধ্যমে পুরো বর্ষা মৌসুমে পানি সেচ করে জলাবদ্ধতা কমানো হবে। এ ছাড়া পানিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এলাকার প্রতিটি খাল খননেরও ব্যাবস্থা করা হচ্ছে।

এমইউএইচ/জেডএ/পিআর