দেশজুড়ে

আবারও বেনাপোলে ডলারসহ পাচারকারী গ্রেফতার

যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালি বিজিবি চেকপোস্ট থেকে আবারও ৪০ হাজার মার্কিন ডলারসহ এনামুল হক (৩০) নামে এক পাচারকারীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

Advertisement

উদ্ধারকৃত ডলারের মূল্য প্রায় সাড়ে ৩৩ লাখ টাকা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বরিশালগামী এমএম পরিবহনের এক যাত্রীর কাছ থেকে এসব ডলার উদ্ধার করে বিজিবি। গ্রেফতার এনামুল হক নড়াইল জেলার কালিয়া থানার খাসিয়াল গ্রামের মৃত শেখ আবু বক্কারের ছেলে।

যশোর ৪৯-বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, এনামুল নামের এক যাত্রী বরিশালগামী একটি পরিবহনে করে ডলার পাচার করছে।

বিজিবি পোস্টে আসলে তাকে গাড়ি থেকে নামিয়ে আনা হয়। পরে তাকে তল্লাশি করে ৪০ হাজার মার্কিন ডলার পাওয়া যায়। পরে এনামুলের নামে বৈদেশিক মুদ্রা পাচারের মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Advertisement

এর আগে গত ৭ মে বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে এক লাখ ১৬ হাজার ৯০০ মার্কিন ডলারসহ বিল্লাল হোসেন (২৬) নামে এক পাচারকারীকে আটক করেছিল বিজিবি সদস্যরা।

মো. জামাল হোসেন/এএম/জেআইএম