রাজনীতি

সমাবেশের অনুমতি মেলেনি : রাজধানীতে বিএনপির বিক্ষোভ বুধবার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ (সোমবার) সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে আগামী ৯ মে বুধবার রাজধানীর প্রতিটি থানায় বিক্ষোভ করবে বিএনপি।

Advertisement

সোমবার সকাল সাড়ে দশটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশের অনুমতি দেয় নি পুলিশ। আমরা গতকাল (রোববার) রাত পর্যন্ত অপেক্ষা করছি। পুলিশ জানিয়েছে, বিএনপিকে কোথাও সমাবেশের অনুমতি দেয়া হবে না। সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে ৯ মে ঢাকার প্রতিটি থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে’।

তিনি আরও বলেন, ‘সরকার জন আতঙ্কে ভুগছে, তারা জনগণকে দেখলেই ভয় পায়। সে কারণে তারা বিরোধী দলকে কোনো কর্মসূচি পালন করতে দিচ্ছে না। আমরা সরকারের এমন অগণতান্ত্রিক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই’।

Advertisement

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।

কেএইচ/এমএমজেড/জেআইএম