আততায়ীর ছোড়া গুলিতে আহত হয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আহসান ইকবাল। রোববার পাঞ্জাব প্রদেশের নারোওয়াল কানজরুর তেহসিল এলাকায় দলীয় এক বৈঠকে গুলিবিদ্ধ হয়েছেন তিনি। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফ দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর হামলার ঘটনাকে ‘গুপ্তহত্যার চেষ্টা’ বলে এর নিন্দা জানিয়েছেন।
Advertisement
তবে বর্তমানে তার অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছে পাক স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফ হামলার নিন্দা জানিয়ে বলেছেন, ‘আমি তার সঙ্গে কথা বলেছি এবং তিনি প্রচণ্ড উৎফুল্ল আছেন।’
পুলিশ বলছে, স্বরাষ্ট্রমন্ত্রী আহসান ইকবাল ডান কাঁধে গুলিবিদ্ধ হয়েছেন।
পাকিস্তানি টেলিভিশন চ্যানেল ডননিউজটিভি বলছে, হামলার পর জেলার প্রধান হাসপাতাল নারোওয়ালে ইকবালকে ভর্তি করা হয়েছে। তবে তাকে হেলিকপ্টারযোগে লাহোরে নেয়া হবে মন্ত্রীর পরিবার নিশ্চিত করেছে।
Advertisement
জেলা পুলিশের কর্মকর্তা ইমরান কিশওয়ার বলেছেন, সন্দেহভাজন হামলাকারীকে পুলিশি জিম্মায় নেয়া হয়েছে। আটক ওই হামলাকারীর বয়স ২০ থেকে ২২ বছর। ৩০-বোর পিস্তল ব্যবহার করে মাত্র ২০ গজ দূরে থেকে মন্ত্রীকে গুলি করেছে হামলাকারী।
টুইটারে দেয়া এক বার্তায় পাঞ্জাব সরকার বলছে, ‘সন্দেহভাজন এক হামলাকারী গ্রেফতার হয়েছে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।’
শাহবাজ শরীফ এক টুইট বার্তায় বলেছেন, ‘যারা এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িত, তাদের বিচারের মুখোমুখি করা হবে।
এসআইএস/আরআইপি
Advertisement