আন্তর্জাতিক

‘পরীক্ষার ফল হাতে পেলেই স্যাটেলাইট উৎক্ষেপণ’

বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ এর পরীক্ষামূলক উৎক্ষেপণের ফল এখনো হাতে পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ গবেষণা ও প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স বলছে, পরীক্ষামূলক উৎক্ষেপণের তথ্য পর্যালোচনা চলছে। উৎক্ষেপণের ফল পাওয়া যাবে আগামী শনিবার সন্ধ্যায়। ফল না পাওয়া পর্যন্ত স্যাটেলাইট উৎক্ষেপণের সম্ভাব্য তারিখ জানতে অপেক্ষা করতে হবে।

Advertisement

রোববার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ এসব তথ্য জানিয়েছেন। শুক্রবার ফ্লোরিডার স্থানীয় সময় সন্ধ্যায় অরল্যান্ডোর কেনেডি স্পেস সেন্টারে পরীক্ষামূলক উৎক্ষেপণ চালানো হয় এই স্যাটেলাইটের।

ড. শাহজাহান মাহমুদ বলেছেন, স্পেসএক্স তথ্য-উপাত্ত বিশ্লেষণের কাজ করায় আমরা পরীক্ষামূলক উৎক্ষেপণের ফল এখনো পাইনি। আমাদের কাছে মূল্যায়ন সনদ সরবরাহ করবে তারা। তারপরই আমরা স্যাটেলাইট উৎক্ষেপণের তারিখ জানতে চাইবো।

আরও পড়ুন : বঙ্গবন্ধু স্যাটেলাইটের পরীক্ষামূলক উৎক্ষেপণ ‘সফল’ (ভিডিও)

Advertisement

তিনি বলেন, শিগগিরই তথ্য বিশ্লেষণ শেষ হলে ফল জানা যাবে।

বিটিআরসির চেয়ারম্যান বলেন, স্পেসএক্স কর্তৃপক্ষ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে জানিয়েছে যে, তথ্য-উপাত্ত বিশ্লেষণের কাজ চলমান আছে। শুক্রবারের পরীক্ষামূলক উৎক্ষেপণের সব তথ্য-উপাত্ত লস অ্যাঞ্জেলসে স্পেসএক্সের প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে।

এদিকে, বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের প্রকল্প পরিচালক মেসবাহুজ্জামান বলেছেন, ‘ফ্লোরিডার স্থানীয় সময় ৪ মে (সন্ধ্যা ৭টা ২৫ মিনিট) বাংলাদেশ সময় ৫ মে (সকাল ৯টা) পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন হয়েছে। এখন তারা ফলাফলের জন্য অপেক্ষা করছেন।’

আরও পড়ুন : বঙ্গবন্ধু স্যাটেলাইট : কাউন্ট-ডাউন শুরু 

Advertisement

তিনি অারো বলেন, পরীক্ষার সবকিছু ঠিক থাকলে স্যাটেলাইট উৎক্ষেপণের তারিখ নির্ধারণ করবে স্পেসএক্স।

স্থানীয় সংবাদমাধ্যম ফ্লোরিডা ট্যুডে বলছে, শুক্রবার সন্ধ্যায় স্পেসএক্সের নতুন ভার্সনের ফ্যালকন ৯ রকেটের গর্জন শোনা গেছে কেনেডি স্পেস সেন্টারের ব্লক ৫ এ। ওই সময় বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর পরীক্ষামূলক সফল উৎক্ষেপণ সম্পন্ন হয়েছে। এর ফলে বাণিজ্যিক যোগাযোগ স্যাটেলাইট উৎক্ষেপণের পথ তৈরি হয়েছে; যা আগামী সপ্তাহে হতে পারে।

এসআইএস/আরআইপি