ক্যাম্পাস

রুয়েটে সংঘর্ষ : দুই ছাত্রলীগ নেতাকর্মী গ্রেফতার

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দুই নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বিস্ফোরক ও ভাঙচুরের মামলায় সোমবার বিকেল ৩টার দিকে রুয়েট সংলগ্ন নর্দানের মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।

Advertisement

গ্রেফতারকৃতরা হলেন- রুয়েট ছাত্রলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক রাকিব বারী প্রত্যয় এবং ছাত্রলীগ কর্মী আকাশ দাস। তারা দুইজনেই রুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৫ সিরিজের শিক্ষার্থী।

মতিহার থানা পুলিশের ওসি শাহাদাৎ হোসেন বলেন, রুয়েটে সংঘর্ষের ঘটনায় বিস্ফোরক ও ভাঙচুরের মামলায় সোমবার বিকেল ৩টার দিকে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল সকালে তাদের আদালতে পাঠানো হবে।

প্রসঙ্গত, গত ৮ মার্চ রুয়েটের আব্দুল হামিদ হলে ছাত্রলীগের সভাপতি নাইমুর রহমান ও সাধারণ সম্পাদক চৌধুরী মাহফুজুর রহমান তপু গ্রুপের সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয় এবং হলে ব্যাপক ভাঙচুর চালানো হয়। ওইদিন রাতেই রুয়েট ছাত্রলীগের কমিটি স্থগিত করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

Advertisement

পরে ওই ঘটনায় গত ১০ মার্চ বিস্ফোরক, চুরি, ভাঙচুরের অভিযোগ এনে রুয়েট ছাত্রলীগের সহ-সভাপতি আতাউর রহমান বাদী হয়ে মতিহার থানায় মামলা করেন।

রাশেদ রিন্টু/এএম/এমএস