জাতীয়

মিরপুরে দগ্ধ শিশুটি মারা গেছে

রাজধানীর মিরপুরে গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ সাত মাসের শিশু তানিম মারা গেছে। এই ঘটনায় গুরুতর আহত হন শিশুটি বাবা-মা। তারা হলেন- মানিক (৩০) ও তার স্ত্রী মিনা (২২)। মঙ্গলবার রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে শিশুটি মারা যায়।

Advertisement

এর আগে মঙ্গলবার রাত ১১টা ৫৫ মিনিটে মিরপুর-১১ এর ৪ নম্বর রোডের ৪ নম্বর বাড়ির নিচতলায় এ দুর্ঘটনা ঘটে।

ঢামেক ক্যাম্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জাগো নিউজকে জানান, শিশুটিকে স্থানীয় একটি হাসপাতাল থেকে ঢামেকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। অাহত স্বামী-স্ত্রী ঢামেকের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

অাহতদের স্বজনরা জানায়, রাতে নিচতলায় পানির মোটর চালু করার সময় গ্যাস লাইন বিস্ফোরণ ঘটলে তারা দগ্ধ হন।

Advertisement

দগ্ধ মানিক ওই বাসার সিকিউরিটির দায়িত্ব পালন করতেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের চণ্ডিপাশায়।

এসএইচ/জেএইচ/পিআর