শিক্ষা

এসএসসির ফল প্রকাশ ৬ মে

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ৬ মে (রোববার) প্রকাশ করা হবে। বুধবার সকালে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বিদ্যালয়) জাবেদ আহম্মেদ।

Advertisement

তিনি জানান, প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে ৬ মে সারাদেশের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

এর আগে গত রোববার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির এক সভার পর কমিটির সভাপতি অধ্যাপক মুহাম্মদ জিয়াউল হক জানান, মে মাসের প্রথম সপ্তাহে মাধ্যমিকের ফল প্রকাশ করতে তারা শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছেন। মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে ফল প্রকাশের তারিখ চূড়ান্ত হতে পারে।

গত ১ ফেব্রুয়ারির থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে ও দেশের বাইরে কয়েকটি কেন্দ্রে এসএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা এবং ২৬ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেশবিদেশের মোট ৩ হাজার ৪১২টি কেন্দ্রে এবার ২০ লাখ ৩১ হাজার ৮৮৯ জন শিক্ষার্থী মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় অংশ নেয়।

Advertisement

এমএইচএম/এআর/এমএমজেড/এমএস