খেলাধুলা

বেতন বাড়ছে মাশরাফি-সাকিবদের

চলতি এপ্রিলেই বেতন বাড়ছে জাতীয় দলের ক্রিকেটারদের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স ম্যানেজার আকরাম খান জানিয়েছেন এই খবর।

Advertisement

১৮ এপ্রিল বুধবার বিসিবির বোর্ড সভা রয়েছে। এই সভাতেই ক্রিকেটারদের বেতন বাড়ানোর প্রস্তাব করা হবে। এ সম্পর্কে আকরাম খান বলেন, ‘শেষবার আমরা শতভাগ বেতন বাড়িয়েছিলাম, ধীরে ধীরে আমরা এটা আরও বাড়াব।’

ক্রিকেটারদের বেতন সর্বশেষ বেড়েছে গত বছরের এপ্রিলে। ‘এ’ প্লাস গ্রেডে থাকা সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজাদের মতো খেলোয়াড়দের বেতন আড়াই লাখ থেকে বাড়িয়ে চার লাখ করা হয় তখন।

এবারও ‘এ’ প্লাস থেকে শুরু করে ‘ডি’ পর্যন্ত সব গ্রেডেই বেতন বাড়ছে। তবে এর মধ্যে দুঃসংবাদও আছে কারও কারও জন্য। বিসিবি এবার কেন্দ্রীয় চুক্তিতে খেলোয়াড়ের সংখ্যা কমাতে চাইছে।

Advertisement

গতবার চুক্তিতে ছিলেন ১৬ জন ক্রিকেটার। এবার কজন বাদ পড়বেন। তবে কারা বাদ পড়তে যাচ্ছেন সেটা নিশ্চিত করে বলতে পারেননি আকরাম খান। তিনি বলেন, ‘এটা সত্য, নতুন করে চুক্তি হলে কেন্দ্রীয় চুক্তি থেকে কয়েকজন বাদ পড়বে। অনেক কিছুই বিবেচনায় রাখতে হচ্ছে। খেলোয়াড় কম হলে ভালো হয়।’

এমএমআর/এমএস