আমেরিকা প্রবাসী লেখক আজাদুল হকের ‘আমার শৈশব-আমার কৈশোর : আমার দেখা মুক্তিযুদ্ধ’ বইয়ের মোড়ক উন্মোচন করা হবে। আগামী ২২ এপ্রিল বিকেল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে বইটির মোড়ক উন্মোচন করা হবে।
Advertisement
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। বিশেষ অতিথি থাকবেন নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু। অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি সম্প্রচার করবে ‘লাইভ টু ওয়েব’। এছাড়া আগত অতিথিগণের সাক্ষাৎকারও সম্প্রচার করা হবে।
লেখক আজাদুল হক আমেরিকার টেক্সাস রাজ্যের হিউস্টন শহরে স্থায়ীভাবে বসবাস করছেন। তিনি একজন তড়িৎ প্রকৌশলী। আমেরিকার ৩য় বৃহত্তম এনার্জি কোম্পানির একটি আইটি ডিপার্টমেন্ট পরিচালনা করেন। তিনি নাসাতেও কাজ করেছেন।
টেকনোলজি নিয়ে কাজ করলেও তার মন পড়ে থাকে সাহিত্যে, কবিতায়, লেখালেখিতে। এছাড়া শখ হিসেবে গ্রাফিক্স ডিজাইন, থ্রি-ডি অ্যানিমেশন এবং ডকুমেন্টরি নির্মাণ করেন। সময়-সুযোগ পেলে ছবিও তোলেন। তার বইটি প্রকাশ করেছে আগামী প্রকাশনী। প্রচ্ছদ করেছেন চারু পিন্টু।
Advertisement
এসইউ/এমএস