দেশজুড়ে

‘ইতিহাস বিকৃতকারীরা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়’

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু বলেছেন, যারা ৭৫ এ বঙ্গবন্ধুকে হত্যা করেছিল ওই স্বাধীনতাবিরোধীরা বাংলাদেশের ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মুছে দিতে চেয়েছিল। যারা বাংলাদেশকে মানতে পারেনি, তারা বঙ্গবন্ধুকে মানতে পারেনি। যারা ইতিহাস বিকৃত করে, তারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়।

Advertisement

শুক্রবার বিকেল ৫টার দিকে আসনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাঁড়া ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এ কথা বলেন। সম্মেলনের উদ্বোধন করেন ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রনি।

ছাত্রলীগকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দিতে চেয়েছিল। এখনও তারা গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা কখনও ক্ষমতায় গেলে দেশকে সাম্প্রদায়িক বানিয়ে ফেলবে। তাদের হাত হতে দেশ ও জনগণকে বাঁচাতে তরুণ- যুবকদের তথা ছাত্রলীগকে দায়িত্ব নিতে হবে। ছাত্রলীগের ইতিহাস বাংলার বাঙালির। ছাত্রলীগ হলো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ভ্যানগার্ড।

সাঁড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুল হক আতিকের পরিচালনায় সম্মেলনে বক্তব্য রাখেন, পাবনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহজেবিন শিরীন পিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জমসেদ আলী সরকার, সাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমদাদুল হক রানা সরদার, উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল, সাঁড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি স্বজন সরদার প্রমুখ।

Advertisement

আলাউদ্দিন আহমেদ/আরএ/আরআইপি