খেলাধুলা

প্রাণের পৃষ্ঠপোষকতায় ফিরছে স্কুল ফুটবলের প্রাণ

সর্বশেষ ২০১২ সালে বেশ ঘটা করেই স্কুল ফুটবল আয়োজন করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ধারাবাহিকতা ধরে রাখার আয়োজনের উদ্যোগ ছিল পরের বছরও। কিন্তু নানা কারণে আর মাঠে গড়ায়নি ফুটবলার তৈরির অন্যতম প্রধান এ টুর্নামেন্ট।

Advertisement

তারপর ফাইলবন্দী হয়েছিল এ টুর্নামেন্ট। ৫ বছর পর জাতীয় স্কুল ফুটবলের প্রাণ ফিরিয়ে আনতে পৃষ্ঠপোষকতার হাত বাড়িয়ে দিয়েছে প্রাণ ডেইরি লিমিটেড। মে মাসের দ্বিতীয় সপ্তাহে এ টুর্নামেন্ট শুরু হচ্ছে ৫৬ টি স্কুল নিয়ে।

জাতীয় স্কুল ফুটবলের প্রথম পর্বের খেলা হবে ঢাকা, সাতক্ষীরা, সিলেট, রংপুর, বরিশাল, চট্টগ্রাম ও রাজশাহী ভেন্যুতে। টুর্নামেন্ট উপলক্ষ্যে বৃহস্পতিবার বাফুফে ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে স্কুল ফুটবলের বিভিন্ন তথ্য উপস্থাপন করেন বাফুফের সিনিয়র সহ সভাপতি আবদুস সালাম মুর্শেদী।

এ সময় উপস্থিত ছিলেন বাফুফে সদস্য ও জাতীয় স্কুল ফুটবল কমিটির চেয়ারম্যান বিজন বড়ুয়া, ডেপুটি চেয়ারম্যান জালাল উদ্দিন জালু, বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ, প্রাণ ডেইরী লিমিটেডের জি এম, অপারেশন্স রাজিব ইবনে ইসলাম, ক্যাটাগরি ম্যানেজার মাকসুদুর রহমান এবং গুড লাক স্টেশনারির ব্রান্ড ম্যানেজার আহ্সানুজ্জামান খান। আরআই/আইএইচএস/পিআর

Advertisement