নাইজেরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, তারা জঙ্গি গোষ্ঠী বোকো হারামের হাত থেকে ১৪৯ জন নারী ও শিশুকে উদ্ধার করেছেন। দেশের উত্তর-পূর্বাঞ্চল থেকে তাদের উদ্ধার করা হয়।
Advertisement
রোববার এক বিবৃতিতে সেনা মুখপাত্র ওনেমা নোয়াচুকু বলেন, যেসব বন্দীদের মুক্ত করা হয়েছে তাদের মধ্যে ৫৪ জন নারী এবং ৯৫ জন শিশু।
ওই বিবৃতিতে আরো জানানো হয়েছে, উদ্ধার করা বন্দীদের বর্তমানে চিকিৎসা দেয়া হচ্ছে। চিকিৎসা শেষে তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
শনিবার ইয়ারিমারি কুরা সম্প্রদায়ে বোকো হারামের একটি গোপন ঘাঁটিতে অভিযান চালিয়ে বন্দীদের উদ্ধার করা হয়। অভিযানের সময় সেনারা তিন জঙ্গিকে হত্যা করে এবং আরও পাঁচ সন্দেহভাজন সন্ত্রাসীকে আটক করা হয়। তবে ওই নারী এবং শিশুদের কোন এলাকা থেকে অপহরণ করা হয়েছিল তা উল্লেখ করা হয়নি।
Advertisement
টিটিএন/জেআইএম