কোটা সংস্কারসহ পাঁচ দফা দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা।
Advertisement
রোবাবর সন্ধ্যা পৌনে ৬টা থেকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করে তারা। এতে রাস্তার দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এ সময় সাধারণ শিক্ষার্থীরা সড়কে বসে এবং শুয়ে বিক্ষোভ করতে থাকে। একপর্যায়ে ইবি থানা পুলিশের অনুরোধে অবরোধ তুলে নেয় তারা।
এ সময় বিক্ষোভকারী এনামুল বলেন, মেধাবীদের পাশ কাটিয়ে অপেক্ষাকৃত কম মেধাবীদের কোটায় চাকরির সুযোগ দেয়াতে দেশ তার সৃজনশীলতার গতিপথ থেকে অচিরেই ছিটকে পড়বে। এজন্য শুধুই মেধার ভিত্তিতে চাকরির নিয়োগ দিলে মেধাবীরা উপেক্ষিত হবে না। সেইসঙ্গে দেশ উপকৃত হবে।
Advertisement
ফেরদাউসুর রহমান সোহাগ/এএম/জেআইএম