দুপুর ১২টা ৪০ মিনিট। হঠাৎ করে কেবিন ব্লকের নীচতলার পুলিশ সদস্যরা তৎপর হয়ে ওঠেন। ভেতরে তাকাতেই দেখা যায় ক্রিমকালারের মধ্যে কালো প্রিন্টের জামদানি শাড়ি পরিহিতা বেগম খালেদা জিয়া হেঁটে আসছেন। তার হাত ধরে আছেন দু’জন মহিলা কারারক্ষী। সঙ্গে বিএসএমএমইউ হাসপাতালের পরিচালকসহ একাধিক ডাক্তার-নার্স।
Advertisement
এ সময় বিএনপি চেয়ারপারসন স্বাভাবিকভাবেই হেঁটে আসছিলেন। বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়েন। পুলিশ সদস্যরা নিরাপত্তার স্বার্থে ধাক্কা দিয়ে সবাইকে সরিয়ে দিচ্ছিলেন। তখন কেউ একজন কেমন আছেন প্রশ্ন করলে তিনি (খালেদা জিয়া)কিছু না বলে মুচকি হেসে সামনে এগিয়ে যান।
এর আগে খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ও অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া বলেন, ‘ম্যাডামের সঙ্গে দেখা হয়েছে, তবে কথা হয়নি’।
উল্লেখ্য চারজন ডাক্তারের সমন্বয়ে গঠিত বিশেষ মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে শনিবার বিএসএমএমইউতে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। দুপুর ১টায় এ রিপোর্ট লেখার সময় খালেদা জিয়ার এক্সরে চলছিল।
Advertisement
এমইউ/এমএমজেড/এমএস