সাকিব আল হাসান ‘টু ইন ওয়ান’। তিনি দলে থাকা মানে সহজেই একজন বোলার কিংবা একজন বাড়তি ব্যাটসম্যান খেলিয়ে দেয়ার সুযোগ। এই সুবিধা পাবে বলে এবার সানরাইজার্স হায়দরাবাদও সাকিবকে নিতে পারায় স্বস্তি অনুভব করছে। দলটির বোলিং কোচ লঙ্কান কিংবদন্তী মুত্তিয়াহ মুরালিধরন স্বীকার করছেন, অলরাউন্ডার সাকিব থাকায় পাওয়ার প্লে আর ডেথ ওভার নিয়ে বাড়তি দুশ্চিন্তা থাকবে না তাদের।
Advertisement
এর আগে মোস্তাফিজুর রহমান চমক দেখিয়েছেন। তবে গতবার মোস্তাফিজ চোটের কারণে বাইরে ছিলেন বলে সানরাইজার্সের বোলিং আক্রমণ মূলত ভুবনেশ্বর কুমার আর রশিদ খানের উপরই নির্ভরশীল ছিল। এবার মোস্তাফিজ দল পাল্টে মুম্বাই ইন্ডিয়ান্সে। হায়দরাবাদ শিবিরে ভুবনেশ্বর আর রশিদ খানের সঙ্গে যোগ হয়েছেন সাকিব, বিলি স্ট্যানলেক, ক্রিস জর্ডানরা।
রশিদ খানের সঙ্গে সাকিব থাকায় স্পিন আক্রমণটা এবার আরও জোরালো হয়েছে, মনে করছেন মুরালি। সাকিব অলরাউন্ডার হওয়ায় সহজেই দুজন স্পিনার একাদশে রাখা সম্ভব হবে, এটা ভেবে স্বস্তি পাচ্ছেন টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারি, ‘এবার স্পষ্ট করেই বলা যায়, আমরা দুজন স্পিনার খেলাতে পারব। কেননা সাকিব আল হাসান এমনিতে অলরাউন্ডার।’
সাকিব আর রশিদকে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করে পাওয়ার প্লে আর ডেথ ওভারের কঠিন চ্যালেঞ্জ উৎরানো যাবে, মনে করছেন মুরালি। তিনি বলেন, ‘সবচেয়ে ভালো ব্যাপার হলো, সাকিব পাওয়ার প্লে আর ডেথ ওভারে ভালো বল করতে পারবে। রশিদ খানও গত মৌসুমে আমাদের উইকেটশিকারি বোলার ছিল। সম্ভবত আমরা পাওয়ার প্লে আর ডেথ ওভারে তাদের ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করব।’
Advertisement
এমএমআর/এমএস