পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই লভ্যাংশের মধ্যে ১০ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস শেয়ার।
Advertisement
২০১৭ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য এ লভ্যাংশ দেয়া হবে। এ সংক্রান্ত পরিচালনা পর্ষদ সভা শেষে কোম্পানিটির ওয়েবসাইটে প্রকাশিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, লভ্যাংশের বিষয়ে পরিচালনা পর্ষদের নেয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ মে। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ এপ্রিল।
২০১৭ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে বে লিজিংয়ের সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১ টাকা ২৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৭৭ পয়সা।
Advertisement
আর শেষ হিসাব বছর শেষে এই আর্থিক প্রতিষ্ঠানটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৯ টাকা ৯৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২০ টাকা ১৯ পয়সা।
এমএএস/জেডএ/পিআর