আন্তর্জাতিক

যে কারণে হামলা হয়েছে ইউটিউব সদর দপ্তরে

যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ইউটিউবের সদর দপ্তরে হামলা চালানো নারীর পরিচয় প্রকাশ করেছে পুলিশ। তার নাম নাসিম আগদাম। তিনি ইউটিউবের একজন কনটেন্ট মেকার।

Advertisement

ইউটিউবের বিরুদ্ধে তার ক্ষোভ ছিল। তার অভিযোগ ইউটিউব তার প্রতি এক তরফা আচরণ করছে। তার পোস্ট করা ভিডিওর কন্টেন্ট সীমাবদ্ধ করে তার পেজের ভিউ কমিয়ে দিচ্ছে। দুই সপ্তাহ আগে নাসিম আগদাম তার বাবাকে জানিয়েছিলেন যে, তার ভিডিওর জন্য তাকে অর্থ দেয়া বন্ধ করে দিয়েছে ইউটিউব। এই অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েই তিনি ইউটিউবের সদর দপ্তরে হামলা চালান।

তিনি জানিয়েছিলেন যে, ইউটিউব তার চ্যানেল ফিলটার করেছে। এর ফলে পেজের ভিউ করে গেছে। ফলে তিনি ইউটিউবের ওপর ক্ষীপ্ত হয়ে ওঠেন। তার অভিযোগ, অনেক সেলিব্রিটি আর্টিস্টদের ভিডিওতেেই কোন রেসট্রিকশন থাকে না।

সান ব্রুনো অবস্থিত ইউটিউবের সদর দ্পতরে ৯ মিলিমিটারের একটি হ্যান্ডগান নিয়ে হামলা চালান নাসিম। সে সময় অনেকেই দুপুরের খাবার খাচ্ছিলেন। তিনজনকে গুলি করার পর নিজের অস্ত্র দিয়েই আত্মঘাতী হন নাসিম নামের ওই নারী।

Advertisement

হামলায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সান ব্রুনো কার্যালয়ে হঠাৎ করেই গোলাগুলির শব্দ শোনার পর কর্মীরা পালাতে শুরু করেন। এরপর সদর দপ্তরের চারদিকে অবস্থান নেয় পুলিশ। ইউটিউবের ওই কার্যালয়ে প্রায় ১৭০০ কর্মী কাজ করেন।

গুরুতর আহত অবস্থায় ৩৬ বছর বয়সী এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে সন্দেহভাজন নারী হামলাকারীর প্রেমিক তিনি। ওই হামলার ঘটনা আহত আরও দুই নারীর বয়স ৩২ এবং ২৭।

টিটিএন/আরআইপি

Advertisement