খেলাধুলা

ফিলেন্ডার ঝড়ে ৪৮ বছরের আক্ষেপ ঘুচলো দক্ষিণ আফ্রিকার

চতুর্থ দিনের শেষবেলায় লড়াইয়ের আভাস দিচ্ছিল অস্ট্রেলিয়া। তবে সেই লড়াইটা পঞ্চম দিনে টিকলো মোটে আধা সেশনের মতো। ৩ উইকেটে ৮৮ রান নিয়ে দিন শুরু করা টিম পেইনের দল ১১৯ রানের বেশি এগোতে পারলো না। জোহানেসবার্গে সিরিজের শেষ টেস্টে ৪৯২ রানের বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে দক্ষিণ আফ্রিকা।

Advertisement

এই জয়ে চার ম্যাচের সিরিজটা ৩-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে প্রোটিয়ারা। তাতে দীর্ঘ ৪৮ বছর পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতেছে তারা। সর্বশেষ ১৯৭০ সালে এমন কৃতিত্ব দেখিয়েছিল দলটি।

জয়ের লক্ষ্য ছিল ৬১২ রানের। টেস্টে যেখানে রান তাড়ার বিশ্বরেকর্ডই ৪১৮ রানের, সেখানে এই লক্ষ্যের পেছনে ছোটা অসম্ভবই ছিল অস্ট্রেলিয়ার জন্য। তবে ৩ উইকেটে ৮৮ রান নিয়ে চতুর্থ দিন শেষ করায় ম্যাচ বাঁচানোর আশাটা ছিল।

সেই আশায় গুড়েবালি দিয়েছেন ভারনন ফিলেন্ডার। দিনের প্রথম বলেই শন মার্শকে (৭) দিয়ে শুরু। এরপর একে একে প্রোটিয়া পেসারের শিকার হয়ে ফিরেছেন পিটার হ্যান্ডসকম্ব (২৪), টিম পেইন (৭), প্যাট কামিন্স (১) আর অভিষিক্ত চ্যাড সায়ার্স (০)। শেষ ব্যাটসম্যান নাথান লায়ন (৯) রানআউটে কাটা পড়লে ১১৯ রানেই থেমেছে অস্ট্রেলিয়ার ইনিংস, ৪৬.৪ ওভারেই।

Advertisement

মাত্র ২১ রানে ৬টি উইকেট নিয়েছেন ভারনন ফিলেন্ডার, যেটি তার ক্যারিয়ারের সেরা বোলিং। বিদায়ী পেসার মরনে মরকেল ২টি আর স্পিনার কেশভ মহারাজ নিয়েছেন ১টি উইকেট।

প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৪৮৮ রানের জবাবে ২২১ রানেই গুটিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার ইনিংস। জবাবে ৬ উইকেটে ৩৪৪ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে প্রোটিয়ারা।

এমএমআর/আরআইপি

Advertisement