তথ্যপ্রযুক্তি

বেসিসের সভাপতি হলেন সৈয়দ আলমাস কবীর

বেসিসের সভাপতি নির্বাচিত হয়েছেন মেট্রোনেট বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আলমাস কবীর। সোমবার বিকেলে বেসিস কার্যালয়ে অনুষ্ঠিত নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদ সদস্যদের পদবণ্টন অনুষ্ঠানে তিনি সভাপতি হিসেবে নির্বাচিত হন। বেসিসের বর্তমান সভাপতি হিসেবে তিনিই দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি, দুই বছর মেয়াদি (২০১৮-২০) বেসিস কার্যনির্বাহী পরিষদের জ্যেষ্ঠ সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইউওয়াই সিস্টেমস লিমিটেডের চেয়ারপারসন ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফারহানা এ রহমান।

Advertisement

সহ-সভাপতি (প্রশাসন) নির্বাচিত হয়েছেন বিজনেস অটোমেশন লিমিটেডের পরিচালক শোয়েব আহমেদ মাসুদ এবং সহ-সভাপতি (অর্থ) নির্বাচিত হয়েছেন স্পেকট্রাম সফটওয়্যার অ্যান্ড কনসালটিং লিমিটেডের ম্যানেজিং পার্টনার মুশফিকুর রহমান।

পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জানালা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তামজিদ সিদ্দিক ¯পন্দন, শুটিং স্টার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিদারুল আলম, দোহাটেক নিউ মিডিয়ার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লুনা শামসুদ্দোহা, ফ্লোরা টেলিকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা রফিকুল ইসলাম এবং আজকের ডিল ডটকম লিমিটেডের পরিচালক এ কে এম ফাহিম মাসরুর।

উল্লেখ্য, গত ৩১ মার্চ ২০১৮-২০ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বেসিসের সদস্যদের ভোটে কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছিল। তাতে পরিষদের নয়টি পদের মধ্যে ছয়টিতে জয় পায় আলমাস কবীর নেতৃত্বাধীন প্যানেল।

Advertisement

আরএম/জেডএ/পিআর