পর্তুগালের রাজধানী লিসবনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পর্তুগাল শাখার উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ মার্চ স্থানীয় সময় রাত ৮টায় লিসবনের এশিয়া রেস্টুরেন্টে এ দিবসের আলোচনা আয়োজিত হয়।
Advertisement
পর্তুগাল বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, নজরুল ইসলাম শিকদারের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, ইউছুফ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে পর্তুগালে বসবাসরত নেতা-কর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। শুরুতে কোরআন তেলোয়াত করা হয়।
স্বাধীনতা দিবসের আলোচনায় মহান মুক্তিযুদ্ধে নিহত সব শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। বক্তারা বলেন, মহান স্বাধীনতার এই দিবস আমাদের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
সভায় বক্তব্য রাখেন- সেভ বাংলাদেশ পর্তুগালের আহ্বায়ক সোলেমান মিয়া, পর্তুগাল বিএনপির সিনিয়র সহ-সভাপতি, জাহির আলী, ইসলামী ফোরাম পর্তুগালের সাধারণ সম্পাদক জুবায়ের মিয়া, পর্তুগাল বিএনপির সহ-সাধারণ সম্পাদক মনজুরুল হোসেন জিন্নাহ, মুকিতুর রহমান চৌধুরী সেলিম, সেভ বাংলাদেশের যুগ্ম-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, পর্তুগাল বিএনপির সহ-সাধারণ সম্পাদক শেখ খালেদ হোসেন মিনহাজ, সাংগঠনিক সম্পাদক লিটন কাদেরি, প্রচার সম্পাদক আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ, মো. সাহাব উদ্দিন প্রমুখ।
Advertisement
এমআরএম