বিনোদন

‘মনপুরার মতো স্বপ্নজালও মন ভরাবে সবার’

‘মনপুরার মতো স্বপ্নজালও মন ভরাবে সবার। মনপুরা নির্মাণের প্রায় দশ বছর পরে নির্মাণ করলাম ছবিটি। ডাকাতি সংঘাত, গুম আর কূট-কৌশলের আবর্তে পড়ে দুটি প্রাণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তাদের ভালোবাসার গল্পটি বুনেছি আমরা। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। ৬ এপ্রিল আপনাদের কাছে পৌঁছে যাবে ছবিটি’- এভাবেই ‘স্বপ্নজাল’ ছবিটি নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমায় হালের ক্রেজ পরীমনির বিপরীতে অভিনয় করেছেন নবাগত ইয়াশ রোহান। ছবির মুক্তি ও স্পন্সর প্রতিষ্ঠানের পরিচিতি উপলক্ষকে সামনে রেখে বুধবার (২৮ মার্চ) রাজধানীর ঢাকা ক্লাবে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে ‘স্বপ্নজাল’ নিয়ে এই কথা বলেন সিনেমাটির নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম।

Advertisement

তিনি আরও বলেন, ‘ অনেকদিন পর ছবি নির্মাণে এলাম। এর আগে ‘মনপুরা’ মুক্তির সময়ও দেশি প্রতিষ্ঠানকে সঙ্গী হিসেবে পেয়েছিলাম। এবারেও দেশীয় প্রতিষ্ঠান নিবেদক হিসেবে থাকছে। দেশের জনপ্রিয় বেকারি পণ্যের ব্র্যান্ড অলটাইমকে পেয়ে আমি আনন্দিত। এই প্রতিষ্ঠানের সবার প্রতি আমার ভালোবাসা রইলো।’

সম্মেলনে ছবিটি নিয়ে আশাবাদ ব্যক্ত করেন পরীমনিও। তিনি বলেন, ‘স্বপ্নজাল আসলে স্বপ্নের মতই আমার কাছে। এই ছবির মাধ্যমে আমি আমাকে চিনতে পেরেছি। একজন শিল্পী তার অভিনয়ের যে তৃ্প্তি তা আমি ‘স্বপ্নজাল’ থেকে পেয়েছি। এ জন্য আমি সেলিম ভাইয়ের কাছে সারা জীবন কৃতজ্ঞ। স্বপ্নজাল আমার অভিনয় জীবনের বড় অভিজ্ঞতা হয়ে থাকবে। আশা করি, সিনেমাটি দর্শকদের মনে জায়গা করে নেবে।’

ছবির নায়ক ইয়াশ রোহান বলেন, ‘স্বপ্নজাল আমার কাছে একটা অনুভূতি। এটা আমার কাছে কোনো সিনেমা নয়। আমি এই অনুভূতি থেকে এখন পর্যন্ত বের হতে পারিনি, কবে পারব তাও জানি না। তবে এটা আশা করছি, আমার কাছে ‘স্বপ্নজাল’ যেমন একটা অনুভূতি তেমনি দর্শকদের কাছেও এটা অনুভূতি হয়েই থাকবে।’

Advertisement

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ফারহানা মিঠু, ফজলুর রহমান বাবু, কৃষ্ণকলি, বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী, জেনারেল ম্যানেজার (ফাইন্যান্স) আতাউর রহমান, অল টাইমের হেড অব মার্কেটিং মনিরুল ইসলাম, প্রাণ-আরএফএল গ্রুপের জেনারেল ম্যানেজার (মিডিয়া) সুজন মাহমুদসহ ছবিটির সঙ্গে সংশ্লিষ্ট কলাকুশলীরা

পরীমনি-ইয়াশ রোহান ছাড়াও এতে অভিনয় করেছেন ইরেশ যাকের, ফজলুর রহমান বাবু এবং মিশা সওদাগরসহ অনেকে। সিনেমাটির সংগীত পরিচালনা করছেন অর্ণব। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীর পাড়ে ‘স্বপ্নজাল’-এর শুটিং শুরু হয়। এরপর কলকাতাসহ দেশের বিভিন্ন স্থানে দৃশ্যধারণের কাজ হয়।

এমএবি/এলএ/পিআর

Advertisement