ফিচার

যা কখনো দান করা উচিত নয়

কাউকে কিছু দান করা বাঙালির চিরায়ত স্বভাব। নিজের অপ্রয়োজনীয় জিনিস আমরা আত্মীয়-স্বজন বা প্রতিবেশীকে দান করে থাকি। কিন্তু কোনো কোনো জিনিস দান করলে নাকি অমঙ্গলের সম্ভাবনা রয়েছে। আসুন জেনে নেই জিনিসগুলো সম্পর্কে-

Advertisement

প্রথমেই বলে রাখি, প্লাস্টিকের কোনো জিনিস কখনো দান করবেন না। কারণ এগুলো দান করলে নাকি সংসারে অর্থনৈতিক সমস্যা দেখা দিতে পারে। আবার নিজের ঘরের ঝাড়ু অন্যকে দান করলেও ঘর থেকে লক্ষ্মী চলে যায়।

অনুরূপভাবে ঘরের স্টিলের বাসন দান করলে পারিবারিক সমস্যা হতে পারে। এমনকি পুরনো জামাকাপড়, ভোজ্য তেল দান করলে গৃহের অমঙ্গল হয়।

কেনো কোনো জিনিস দান করলে সংসারের অমঙ্গল ছাড়াও জীবনে হতাশা আসতে পারে। তাই পুরনো বই, ভাঙা কলম, তীক্ষ্ণ বস্তু, ছুরি, কাঁচি দান না করাই ভালো। এগুলো দান করলে আপনার জীবনে অনেক সমস্যা হতে পারে।

Advertisement

এসইউ/আরআইপি