আন্তর্জাতিক

ইয়েমেনে যুদ্ধের বলি ৫ হাজার শিশু

তিন বছরে ইয়েমেনে যুদ্ধের বলি হয়েছে ৫ হাজারের বেশি শিশু। মঙ্গলবার সেভ দ্য চিলড্রেনের এক বিবৃতিতে জানানো হয়েছে, ২০১৫ সালের মার্চ থেকে সৌদি জোট ইয়েমেনের সংঘাতে অংশ নেয়ার পর থেকে এ পর্যন্ত ৫ হাজারের শিশু হতাহত হয়েছে। মারাত্মক অপুষ্টিতে ভুগছে এবং বেঁচে থাকার জন্য লড়াই করছে আরও প্রায় ৪ লাখ শিশু।

Advertisement

এক আপিলে শিশু অধিকার সংস্থাটি জানিয়েছে, জাতিসংঘের সাম্প্রতিক হিসাব অনুযায়ী দশ বছর বয়সী বহু শিশুকে যুদ্ধে পাঠানো হয়েছে। দেশটিতে চলা যুদ্ধের কারণে প্রায় ২০ লাখ শিশু স্কুল থেকে ঝরে পড়েছে। এর এক-চতুর্থাংশই হয়েছে ২০১৫ সালের মার্চে সৌদি নেতৃত্বাধীন জোটের হস্তক্ষেপে দেশটির সংঘাত বাড়ার পরে।

ইয়েমেনে ২০১৬ সালের অক্টোবর থেকে প্রায় ১ হাজার ৬৯৮ শিশু সংঘাতের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সংস্থাটি জানিয়েছে, শিশুদের বিরুদ্ধে ভয়াবহ সংঘাতে সব পক্ষই দায়ী। ২০১৪ সাল থেকে গৃহযুদ্ধে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইয়েমেন।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, ইয়েমেনের গৃহযুদ্ধে ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। দেশটির প্রায় ১১ শতাংশ মানুষই বাস্তুহারা হয়ে পড়েছে।

Advertisement

টিটিএন/পিআর