মালয়েশিয়া স্থানীয় সময় সকাল ১০টা এবং বাংলাদেশ সময় সকাল ৮টায় প্রবাসীরাও একযোগে গাইলেন ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’। সুরে সুরে মুখরিত হয়ে ওঠে দূতাবাস প্রাঙ্গণ।
Advertisement
শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত চর্চাকে অনুপ্রাণিত করতে দূতাবাস এ উদ্যোগ গ্রহণ করে। আর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে দেশপ্রেমী প্রবাসীরা।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সোমবার মালয়েশিয়াস্থ দূতাবাস প্রাঙ্গণে একযোগে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উওোলনে অংশগ্রহণ করেন রাষ্ট্রদূত মুহা. শহীদুল ইসলাম, এয়ার কমডোর হুমায়ূন কবির, শ্রম কাউন্সিলর মো. সায়েদুল ইসলাম, দূতালয় প্রধান ওয়াহিদা আহমেদ, মিনিস্টার রইছ হাসান সারোয়ার, ফাস্ট সেক্রেটারি মাসুদ হোসাইন, প্রথম সচিব শ্রম মো. হেদায়েতুল ইসলাম মণ্ডল, কমার্শিয়াল উইং রাজিবুল আহসান।
এছাড়া পাসপোর্ট ও ভিসা শাখার প্রথম সচিব মো. মশিউর রহমান তালুকদার, ফার্স্ট সেক্রেটারি তাহমিনা ইয়াস মিন, শ্রম শাখার ২য় সচিব মো. ফরিদ আহমদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, বাংলাদেশ প্রেস ক্লাব অব মালয়েশিয়া, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার নেতারা।
Advertisement
পতাকা উওোলন শেষে বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়।
এমআরএম/পিআর