নানা কারণেই কমে যেতে পারে আমাদের ত্বকের উজ্জ্বলতা। এর ভেতরে রোদ, ধুলোবালি, আবহাওয়ার কারণ ইত্যাদি কারণ তো রয়েছেই। ত্বকের প্রতি একটু যত্নশীল হলেই বৃদ্ধি পাবে ত্বকের উজ্জ্বলতা। ফর্সা ত্বক পেতে ব্যবহার করতে পারেন স্ক্রাব। স্ক্রাব তৈরি করা যায় নানা কিছু দিয়েই। তেমনই একটি স্ক্রাব হলো অ্যালোভেরার স্ক্রাব।
Advertisement
আরও পড়ুন : চেহারায় তারুণ্য ধরে রাখতে কয়েকটি ফেসপ্যাক
স্ক্রাব তৈরি১ কাপ চিনি, আধা কাপ অ্যালোভেরা জেল ও লেবুর রস ২ টেবিল চামচ নিন। এবার একটি কাচের জারে সব উপাদান একসাথে নিয়ে আলতো করে মেশান তবে খেয়াল রাখবেন যাতে চিনি যাতে সম্পূর্ণ গলে না যায়।
ব্যবহারের নিয়মস্ক্রাব তৈরীর করার পর ভালো পানিতে ত্বক পরিস্কার করে মুখে ও বডিতে লাগিয়ে নিন। এরপর আস্তে আস্তে করে মেসেজ করুনএবং ৫-৭ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ দিন করুন।
Advertisement
আরও পড়ুন : ফেসিয়ালের পর যা করবেন না
উপকারিতা১. চিনি ত্বকের ডেডসেল দূর করে ত্বককে উজ্জ্বল করে।২. অ্যালোভেরা জেল ত্বকের ভেতর ঢুকে ত্বক পরিষ্কার করে এবং ময়েশ্চারাইজ করে।৩. লেবুর রস ত্বকের দাগ দূর করে। ত্বকের টোন উজ্জ্বল করে। প্রাকৃতিকভাবে ত্বক ফর্সা করে।
এইচএন/পিআর
Advertisement