ছোট পর্দার এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার। বর্তমানে পর্দায় কম দেখা মেলে তার। অনেক দিন পরেই ১৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসে একটি অনুষ্ঠাতে হাজির হবেন তিনি।
Advertisement
বঙ্গবন্ধুর জন্মদিনে এক দল শিশুর সঙ্গে আড্ডা দিবেন ও অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন শমী কায়সার। জাইমা তহুরা চৌধুরী, আহনাফ ইথিকা মৌন, তাসনিম আলম ধ্রুব, ঈলিয়াহ রামীন হক বিভোর, জিনাত আহমেদ জেবা, জারিফা তাসনীম অবনী, সিরাতিম মুস্তাকিম দিহান এই দিনে বঙ্গবন্ধুর জন্ম ও শৈশবের গল্প শুনবে অভিনেত্রী শমী কায়সারের কাছে।
এই বরেণ্য অভিনেত্রী বাঙালির রাষ্ট্র গঠনে বঙ্গবন্ধুর অবদানের কথাও আলোচনা করবেন। গল্পে গল্পে ফুটে উঠবে বঙ্গবন্ধুর শিশু বান্ধব রূপ। আর এসব দেখা যাবে জাতীয় শিশু দিবস উপলক্ষে দুরন্ত টেলিভিশনে প্রচারিত ‘শুভ জন্মদিন বঙ্গবন্ধু’ অনুষ্ঠানে।
জামাল হোসেন আবির এবং পার্থ প্রতিম হালদার পরিচালিত জাতীয় শিশু দিবসের বিশেষ অনুষ্ঠানটি প্রচারিত হবে ১৭ মার্চ বিকাল ৫টা এবং রাত ৯টায়।
Advertisement
এমএবি/এমএস