স্বাস্থ্য

বিএসএমএমইউতে হার্ট ফেলিউর ডিভিশন চালু

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এ চালু হলো ডিভিশন অফ হার্ট ফেলিউর, রিহ্যাবিলিটেশন অ্যান্ড প্রিভেশন কার্ডিওলজি।

Advertisement

এই ডিভিশন থেকে হার্ট ফেলিউরের চিকিৎসা প্রদানসহ হার্ট ফেলিউরের কারণ অনুসন্ধানে গবেষণার পাশাপাশি রিহ্যাবিলিটেশনেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে। ডিভিশনের প্রধান হিসাবে দায়িত্ব পালন করবেন ক্লিনিক্যাল কার্ডিওলজিস্ট অধ্যাপক ডা. হারিসুল হক।

আজ (বৃহস্পতিবার) এ সংক্রান্ত একটি অফিস আদেশ বিএসএমএমইউ ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান তার কার্যালয়ে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. হারিসুল হক-এর হাতে তুলে দেন। ডিভিশন অফ হার্ট ফেলিউর, রিহ্যাবিলিটেশন অ্যান্ড প্রিভেশন কার্ডিওলজি-এর প্রধান অধ্যাপক ডা. হারিসুল হক জানান, ডিভিশন অফ হার্ট ফেলিউর চালু হওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে হৃদরোগীদের চিকিৎসাসেবা, এ সংক্রান্ত গবেষণা, হৃদরোগের কারণ ও প্রতিকার বিশেষ করে হার্ট ফেলিউরের কারণসমূহ উদঘাটন, প্রতিকার ও প্রতিরোধের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হলো।

এমইউ/এমবিআর/পিআর

Advertisement