দেশজুড়ে

ডিসির বিদায় বেলায় কান্নার রোল

কিছু সম্পর্ক কাছের সম্পর্ককেও দূরে ঠেলে দেয়। আবার কিছু সম্পর্ক রক্তের সম্পর্ককেও ছাড়িয়ে যায়। ঠাকুরগাঁওয়ের সাধারণ মানুষের সঙ্গে তেমনি এক সম্পর্কের বন্ধন তৈরি করেছেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল। সেটিই প্রমাণ করলেন বিআরটিএ অফিসের অফিস সহকারী মোতালেব।

Advertisement

বুধবার সন্ধ্যায় জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট ও জেলা প্রশাসকের বিদায় অনুষ্ঠানে তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন মোতালেব। তার কান্না দেখে অনেকেই চোখের পানি ধরে রাখলেও পারেননি জেলা প্রশাসক। তিনিও মোতালেবের সঙ্গে চোখের পানি ফেলেছেন।

অনুষ্ঠানে উপস্থিত অনেকেই জানান, জেলা প্রশাসকের অফিসের নিচেই বিআরটিএ'র অফিস। প্রতিদিন অফিসে ওঠার সময় জেলা প্রশাসকের সঙ্গে দেখা হতো আব্দুল আওয়ালের। এসময় জেলা প্রশাসক মোতালেবকে সালাম দিয়ে ভালোমন্দ জানতে চাইতেন। জেলা প্রশাসকের এমন সহজ-সরল আচরণে মুগ্ধ হয়ে যান মোতালেব। সামান্য একজন অফিস সহকারীর ভালোমন্দ জানতে চাওয়ার দৃশ্য দেখে আশপাশের লোকজনও অবাক হয়ে যেতেন।

এদিকে জেলা প্রশাসকের বদলির খবর শুনে বদলি ঠেকাতে রাস্তায় নেমে আসেন ঠাকুরগাঁওয়ের সাধারণ মানুষ। পরপর দুইদিন ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে আন্দোলন করেন।

Advertisement

এমএএস/আরআইপি